ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাবনায় ট্রেনের নিচে ঝাঁপ এক ব্যক্তির আত্মহত্যা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
পাবনায় ট্রেনের নিচে ঝাঁপ এক ব্যক্তির আত্মহত্যা

ঈশ্বরদী: রাজশাহী-পাবনা রেলরুটের টেবুনিয়া রেলওয়ে স্টেশনের সামনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ফজলুর রহমান (৪৭) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পাবনা-ঈশ্বরদী-রাজশাহী রেলরুটের ঈশ্বরদী থেকে ছেড়ে আসা পাবনাগামী ‘পাবনা এক্সপ্রেস’ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন।

ফজলুর রহমান পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের জোতআদম গ্রামের মৃত আ. হামিদের ছেলে।

তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, ফজলুর রহমান রেললাইনের আশপাশ দিয়ে প্রায় সময় ঘোরাঘুরি করতেন। শুক্রবার সকালে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা পাবনাগামী যাত্রীবাহী আন্তঃনগর পাবনা এক্সেপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে ট্রেনের নিচে ঝাঁপ দেন ফজলু। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।  

ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবির দত্ত বাংলানিউজকে জানান, মরদেহটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।