ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

উখিয়ায় এনজিও কর্মীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
উখিয়ায় এনজিও কর্মীর মরদেহ উদ্ধার

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় মাজহারুল ইসলাম নামে এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গুরাইয়ারদ্বীপ সড়কের চৌরাস্তার মাথা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

তার সঙ্গে থাকা আইডি কার্ড অনুযায়ী তার নাম মাজহারুল ইসলাম।

ওই কার্ডে তার ঠিকানা পীরগঞ্জ কলোনীর হাট উল্লেখ রয়েছে। এছাড়াও তার সঙ্গে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের কিছু কাগজপত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে মাজহারুল ব্রাকের কর্মী।

স্থানীয় ইউপি সদস্য মনজুর আলম বাংলানিউজকে জানান, স্থানীয়দের সহায়তায় তাকে ‍উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারণে, কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।  

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর বাংলানিউজকে জানান, কে বা কারা তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।