ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মধুপুরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
মধুপুরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ছবি:বাংলানিউজ

মধুপুর(টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মর্যাদা ও বেতন গ্রেড ১১ করার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ৩ টার দিকে উপজেলা চত্ত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেব এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

উপজেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ এ মানববন্ধনে অশ নেন।

বৈষম্য দূর করতে প্রধান শিক্ষকের পরেই অর্থাৎ ১১ তম গ্রেড তারা তাদের অবস্থান নির্ধারণসহ চলমান আন্দোলনে সকল ন্যায্য দাবি পূরণের আহবান জানান।

মানববন্ধনে অংশ নিয়ে মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু একাত্মতা প্রকাশ করেন। অন্যান্যদের মধ্যে উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, শিক্ষক নেতা কবির উদ্দিন, প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, আবুবকর সিদ্দিক, শাহিদা খানম প্রমুখ বক্তৃতা করেন।

ধনবাড়ীতে প্রাথমিক শিক্ষকদের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

ধনবাড়ী উপজেলার প্রাথমিক শিক্ষকবৃন্দ প্রধানশিক্ষকদের ১০ম গ্রেড, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের দাবিতে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন শেষে ওই স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ। শিক্ষকগণ জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক ১২তম গ্রেড, সহকারি শিক্ষকগণ ১৫তম গ্রেডে বেতন পান। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকবৃন্দ এক গ্রেড উপরে বেতন পান। দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষকবৃন্দ বেতনগ্রেড বৃদ্ধির জন্য আন্দোলন করে আসছেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বেতনগ্রেড বৃদ্ধির কথা বললেও তা বাস্তবায়ন হচ্ছে না। তাছাড়া বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহারে বেতনগ্রেড বৃদ্ধির কথা থাকলেও তা উপেক্ষা করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

তারা বলেন, তাই প্রাথমিক শিক্ষকবৃন্দ আবারো নিজেদের অধিকার আদায়ে মাঠে নেমেছেন। এরই ধারাবাহিকতায় ধনবাড়ী উপজেলার শিক্ষকবৃন্দ অধিকার আদায়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হলো । উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন

বাংলাদেশ সময়: ০৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ