ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উপকূলীয় এলাকায় সুপেয় পানির উৎস সংকটাপন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
উপকূলীয় এলাকায় সুপেয় পানির উৎস সংকটাপন্ন

বাগেরহাট: বাগেরহাটসহ উপকূলীয় এলাকায় সুপেয় পানির উৎসগুলো সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনার অভাবে দিন দিন সংকটাপন্ন হয়ে পড়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টার ফলে সুপেয় পানির উৎস্যগুলো রক্ষা করা সম্ভব। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে লবণাক্ত অঞ্চলে মানসম্মত পুকুর ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরও বলেন, দেশের উপকূলীয় অঞ্চলের প্রায় ৪ কোটি মানুষ বিশুদ্ধ পানি ব্যবহার করেন প্রাকৃতিক উৎস থেকে।

উৎসগুলো বর্তমানে লবণাক্ততায় আসক্ত। তাই এ অঞ্চলের মানুষের সু-স্বাস্থ্যের জন্য পুকুরের পানির সঠিক ব্যবস্থাপনার বিকল্প নেই।

কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের অর্থায়নে বেসরকারি সংস্থা জাগ্রত যুব সংঘের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু।

বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এসএম শামীম আহম্মেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, অ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন, প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দার, জেজেএসের নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেন, প্রজেক্ট কো-অর্ডিনেটর পলাশ কান্তি হালদার প্রমুখ। পুকুর ব্যবস্থাপনা বিষয়ে গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এসএম তারিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু বলেন, জেলা পরিষদের আওতায় ৩৬০টির অধিক পুকুর রয়েছে। যার মধ্যে অধিকাংশ পুকুরের খনন কাজ চলছে। এসব পুকুরগুলো সুপেয় পানির উৎস হিসেবে কাজ করবে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ