ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অবৈধ বালাইনাশক বিক্রির দায়ে শিবগঞ্জে ২ দোকানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
অবৈধ বালাইনাশক বিক্রির দায়ে শিবগঞ্জে ২ দোকানকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ: অবৈধ বালাইনাশক বিক্রিসহ বিভিন্ন অপরাধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই দোকান মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুর্লভপুর ও কানসাট ইউনিয়নে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) ও শিবগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মো. বরমান হোসেন।

 

বাংলানিউজকে বরমান হোসেন জানান, অভিযানে বিনা লাইসেন্সে ব্যবসা করা, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল বালাইনাশক বিক্রির দায়ে দুর্লভপুর ইউনিয়নের দুর্লভপুর বাজারের দোকান মালিক ডলার হোসেনকে ১২ হাজার ও একই অপরাধের দায়ে কানসাট ইউনিয়নের পুকুরিয়া মোহনবাগ এলাকার দোকান মালিক মেহবুবুর রহমানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসার সুলতান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তাসহ (এসএপিপিও) সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।