ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কলমাকান্দায় হতদরিদ্রের ১২৩ বস্তা চাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
কলমাকান্দায় হতদরিদ্রের ১২৩ বস্তা চাল জব্দ

নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় হতদরিদ্রের ১২৩ বস্তা চাল জব্দ করেছে পুলিশ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার খেয়াঘাট এলাকার শাহ্ আলম নামে এক ডিলারের দোকান থেকে চাল গুলো জব্দ করা হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়েছে।

খাদ্য বান্ধব কর্মসূচি মনোগ্রামের বস্তার চালগুলো প্লাস্টিকের বস্তায় মজুদ করা হয়েছিল। এর মধ্যে ৩৩ বস্তা পাটের তথা সরকারি বস্তা ও প্লাস্টিকের ৯০ বস্তা চাল জব্দ করা হয়।  

তদন্ত করে সকালে ব্যবস্থা নেবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশকে চালগুলো জব্দের নির্দেশ দিয়েছেন বলেও জানান ওসি সিরাজুল।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।