ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সবজির পিকআপে ১ হাজার বোতল ফেনসিডিল, আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
সবজির পিকআপে ১ হাজার বোতল ফেনসিডিল, আটক ৪ আটক চারজন, ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর গুলিস্তানে একটি সবজির পিকআপ তল্লাশি করে এক হাজার ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-০৩। একইসঙ্গে এই ফেনসিডিল পাচারকারী চারজনকে আটক করেছেন র‌্যাব সদস্যরা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-৩ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। আটক চার মাদক বিক্রেতা হলেন- রুবেল শেখ (২০), দিলাওয়ার খান (৬০), কাউসার (২০) ও হাসান (২০)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৩টায় গুলিস্তান সেন্ট্রাল জামে মসজিদের পশ্চিম পাশে রাস্তার ওপর চেকপোস্ট বসায় র‌্যাবের একটি দল। চেকপোস্টের সামনে একটি পিকআপ আসলে থামার সংকেত দিলে, না মেনে পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা পিকআপটি আটক করেন। এটি তল্লাশি করে এক হাজার ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এসময় পিকআপে থাকা চার মাদক বিক্রেতাকে আটক করেন তারা।

আটক চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
এমএমআই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।