ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
গোপালগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জ: আমদানিকারকের সিলবিহীন বিদেশি পণ্য বিক্রির দায়ে গোপালগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ শহরের সাওদাগর রোডে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান।

তিনি জানান, বুধবার জেলা শহরের সাওদাগর রোডে অভিযান চালানো হয়।

এসময় আমদানিকারকের সিলবিহীন বিদেশি পণ্য বিক্রির দায়ে মেসার্স বরকত স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধে মেসার্স বাগদাদ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভবিষ্যতে এসব পণ্য বিক্রি না করার জন্য সতর্ক করা হয়।

অভিযানের সময় বাজার কর্মকর্তা আরিফ হোসেন ও ক্যাবের গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোজাহারুল হক বাবলু উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।