ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুর্যোগ মোকাবিলায় বেশি প্রয়োজন পূর্ব প্রস্তুতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
দুর্যোগ মোকাবিলায় বেশি প্রয়োজন পূর্ব প্রস্তুতি সমাপনী অনুষ্ঠানে অতিথিরা, ছবি: বাংলানিউজ

ঢাকা: দুর্যোগ মোকাবিলায় সবচেয়ে বেশি প্রয়োজন পূর্ব প্রস্তুতি। পূর্ব প্রস্তুতি থাকলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দুই দিনব্যাপী জাতীয় সংলাপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় শাহ কামাল বলেন, আমাদের মূল লক্ষ্য হলো দুর্যোগ ঝুঁকি হ্রাসের মাধ্যমে বাংলাদেশের জনগণকে রক্ষা করা।

দুর্যোগ পূর্ণ অঞ্চলে যারা বসবাস করে ২০২৪ সালের মধ্যে তাদের জন্য দুর্যোগ সহনীয় ঘরের ব্যবস্থা করবে সরকার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোহসিন, জার্মান রেড ক্রসের বাংলাদেশ প্রধান গৌরব রায়, কেয়ার বাংলাদেশের কান্ট্রি প্রতিনিধি জিয়া চৌধুরী প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
আরকেআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad