ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মানিক মিয়া নামে এক বখাটেকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। সাজাপ্রাপ্ত মানিক মিয়া উল্লাপাড়া উপজেলার বড় মনোহারা গ্রামের মাজেদ আলীর ছেলে।

 

আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু এ তথ্য নিশ্চিত করেছেন।  

মামলার বিবরণে জানা যায়, উল্লাপাড়া উপজেলার ক্ষুদ্র মনোহারা গ্রামের এক স্কুলছাত্রী পার্শ্ববর্তী বালশাবাড়ী উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতো। স্কুলে যাতায়াতের পথে মানিক মিয়া প্রায়ই তাকে উত্ত্যক্ত করতো। ২০০৫ সালের ৮ আগস্ট সকালে স্কুলে যাওয়ার পথে মানিক ওই ছাত্রীর পথরোধ করে হাত ধরে টানাটানি করে এবং অশ্লীল কথা বলে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।  

মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আসামির অনুপস্থিতিতে বিচারক এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯  
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।