ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

করিমগঞ্জে ট্রাক্টরচাপায় ২ স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
করিমগঞ্জে ট্রাক্টরচাপায় ২ স্কুলছাত্র নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ট্রাক্টরচাপায় মাহিন (১২) ও রাজন (১২) নামে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কিরাটন-লাখপুর এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিন উপজেলার কিরাটন-ফকিরপাড়া গ্রামের মিজানের ছেলে এবং রাজন একই এলাকার মাহবুবের ছেলে।

তারা দুজনেই দেহুন্দা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
 
পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে বাইসাইকেলে করে দুই বন্ধু মাহিন ও রাজন পাশের দেহুন্দা উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল। এসময় পথে একটি ইটভর্তি ট্রাক্টর পেছন থেকে তাদের দুইজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রাজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে রাজনের মৃত্যু হয়।
 
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘাতক ট্রাক্টরটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।