ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

রিফাত হত্যা মামলার অভিযোগপত্রের শুনানি দুপুরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
রিফাত হত্যা মামলার অভিযোগপত্রের শুনানি দুপুরে ছবি: বাংলানিউজ

বরগুনা: বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার অভিযোগপত্রের শুনানি হবে দুপুর ২টায়। 

বুধবার (১৮ সেপ্টেম্বর) বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে এ শুনানি হবে।

মিন্নির আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম জানান, এ মামলার কিশোর অভিযুক্ত মো. নাজমুল হোসেনের জামিন শুনানি হবে জেলা ও দায়রা জজ আদালতে।

এ কারণে মামলার মূল নথি জেলা ও দায়রা জজ আদালতে রয়েছে।

তিনি আরও বলেন, জেলা ও দায়রা জজ আদালতে নাজমুলের জামিন শুনানি শেষে দুপুর দুইটায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার মূল নথি এসে পৌঁছাবে। তাই দুপুর দুইটায় এ মামলার অভিযোগপত্রের শুনানির সময় নির্ধারণ করেছেন আদালত।

এ মামলার অভিযোগপত্রের শুনানির দিন আজ ধার্য থাকায় বরগুনা জেলা কারাগারে থাকা সাত অভিযুক্তকে আদালতে হাজির করে পুলিশ।  

এছাড়া মামলায় জামিনে মুক্ত থাকা আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি ও আরিয়ান শ্রাবণ আদালতে হাজির হয়েছেন।

এ মামলার সাতজন কিশোর অভিযুক্ত যশোর শিশু ও কিশোর সংশোধনাগারে থাকায় তাদের আদালতে হাজির করা হয়নি।  

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।