ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শেরপুরে চাকুসহ আদালতে প্রবেশকালে আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
শেরপুরে চাকুসহ আদালতে প্রবেশকালে আটক ১

শেরপুর: শেরপুরে চাকুসহ আদালত ভবনে প্রবেশকালে শাহিন মিয়া (৪২) নামে এক চাকরিচ্যুত সেনাসদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সিজেএম) প্রাঙ্গণের মূল প্রবেশপথে বিচারপ্রার্থী লোকজনকে তল্লাশিকালে চাকুসহ তাকে আটক করা হয়।

শাহিন মিয়া শ্রীবরদী উপজেলার কুরুয়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

বর্তমানে তিনি হালকা যানের চালক হিসেবে কাজ করেন এবং শহরের খরমপুর এলাকায় থাকেন।

জানা যায়, মঙ্গলবার দুপুরে সিজেএম আদালত প্রাঙ্গণের মূল প্রবেশপথে পুলিশ সদস্যরা শাহিনকে তল্লাশি করেন। ওইসময় তার প্যান্টের পকেটে প্রায় ৬ ইঞ্চি লম্বা একটি চাকু পাওয়া যায়। তাৎক্ষণিক কর্তব্যরত পুলিশ তাকে আটক করে সদর থানায় সোপর্দ করে।

তবে শাহিনের দাবি, ফল-সবজি ইত্যাদি কাটার জন্য তিনি আজই স্থানীয় বাজার থেকে চাকুটি কিনেছেন। আজ তার দায়ের করা একটি দেওয়ানি মামলার তারিখ থাকায় তিনি ওই ভবনে প্রবেশ করেছিলেন। তার মনে কোনো ধরনের অসৎ উদ্দেশ্য ছিল না।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, আটক শাহিনকে মঙ্গলবার বিকেলেই ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
এইচএমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।