ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১৫ লাখ টাকার নকল তার জব্দ, ৪ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
১৫ লাখ টাকার নকল তার জব্দ, ৪ জনের কারাদণ্ড

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার জব্দ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। এসময় নকল তার তৈরির দু’টি কারখানার চারজনকে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ওয়ারী, নবাবপুর ও তাহেরাবাগ এলাকায় ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।  

আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের নকল তার জব্দ করা হয়েছে।

কারখানাগুলো বিএসটিআই’র লাইসেন্স ছাড়া বিআরবি, বিএসবি, বিজলী, পলি কেবলসহ বিভিন্ন নামি কোম্পানির নামে তার তৈরি করে বাজারজাত করে আসছিল।  

সাধারণ ক্রেতারা আসল তারের দামে নকল তার ক্রয় করে প্রতারিত হয়ে আসছিলেন। মানহীন এসব তার ব্যবহারের ফলে দুর্ঘটনার সম্ভাবনাও বেড়ে যায় কয়েকগুণ।  

এ অপরাধে দু’টি কারখানার চারজনকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ‌এছাড়া জব্দকৃত ১৫ লাখ টাকা মূল্যের তার ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।