ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

শিবগঞ্জে ভোটার হালনাগাদে ছবি তোলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
শিবগঞ্জে ভোটার হালনাগাদে ছবি তোলা শুরু

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভোটার তালিকা হালনাগাদের ছবি তোলার কার্যক্রম শুরু হয়েছে। 

মঙ্গলবার (১৭ সেপ্টেবর) সকালে শিবগঞ্জ পৌরসভা এলাকার ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী রওশন ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ রায়হান কুদ্দুস।

 

বাংলানিউজকে রায়হান কুদ্দুস জানান, শিবগঞ্জ উপজেলায় আবারো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে এবং যারা ফরম নিবন্ধন করেছেন তাদের ছবি, আঙুলের ছাপ ও চোখের আইরিশ নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। যারা বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং এর আগে নিবন্ধিত হতে পারেননি বা যাদের জন্ম তারিখ ১ জানুয়ারি ২০০৪ অথবা এর আগে তারা নিবন্ধিত হতে পারবেন।

তিনি আরও জানান, তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদে গেলে যারা নিবন্ধিত হবেন, তাদের জন্ম নিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে নিবন্ধিত হবার পর ছবি তোলাসহ বাকি কাযর্ক্রম নির্ধারিত কেন্দ্রে গিয়ে সম্পন্ন করতে হবে।  
 
মঙ্গলবার থেকে প্রথম পৌর এলাকার ১ থেকে ৩ নম্বর ওয়ার্ডবাসীর ছবি তোলা কার্যক্রম চলবে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।