ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেহেরপুরে মেয়েকে বিষপান করিয়ে মায়ের আত্মহত্যাচেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
মেহেরপুরে মেয়েকে বিষপান করিয়ে মায়ের আত্মহত্যাচেষ্টা মেহেরপুর

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলায় মেয়েকে বিষপান করিয়ে আত্মহত্যাচেষ্টা চালিয়েছেন রুমা পারভীন নামে এক নারী। এ ঘটনার পর তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা বাংলানিউজকে জানান, রঘুনাথপুর গ্রামের সবুর আলীর স্ত্রী রুমা পারভীন সোমবার দুপুরে তার মেয়ে ঋতু খাতুনকে ওষুধ সেবন করতে যায়।

ঋতু ওষুধ না খেলে মা রুমা মারধর করে। এই নিয়ে রুমা ও তার স্বামী সবুর আলীর মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সন্ধ্যায় রুমা শিশুকন্যা ঋতুকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন। ঘটনাটি জানাজানি হলে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।