ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উৎপাদনের আগেই বাজারজাত কেক!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
উৎপাদনের আগেই বাজারজাত কেক! প্যাকেটে ভুয়া তারিখ বসিয়ে ক্রেতাদের সঙ্গে ধোঁকাবাজি। ছবি: বাংলানিউজ

নেত্রকোনা: কেকের প্যাকেটে স্পষ্ট উল্লেখ রয়েছে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ। প্রকৃতপক্ষে যার কোনো ভিত্তিতে নেই। প্রশাসনের চোখ ফাঁকি দিতেই মনগড়া একটি তারিখ বসানো হয়েছে। বাস্তবতা এটাই যা সম্পূর্ণরূপে ভোক্তাদের সঙ্গে ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়! তার জলন্ত প্রমাণ উৎপাদন তারিখের আগেই বাজারে এসে পড়েছে কেক!

সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নেত্রকোনা সদর উপজেলার মদনপুর বাজারে শাহ সুলতান বেকারিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চোখে ধরা পড়ে এ দৃশ্য।

পরে অধিদপ্তরের জেলার সহকারী পরিচালক মো. শাহ্ আলম প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা আইন লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় জেলা বাজার কর্মকর্তা আজমল হোসাইনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শাহ্ আলম বাংলানিউজকে জানান, বাজারের বিভিন্ন দোকান পরিদর্শনে বের হলে শাহ্ সুলতান বেকারির ওই বিষয়টি চোখে পড়ে। সংশ্লিষ্টদের কেকের প্যাকেটে দেখা যায় উৎপাদন তারিখ লেখা ১৭ সেপ্টেম্বর ২০১৯।

বাংলাদেশ সময়: ০৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।