bangla news

বরিশালে দুই হোটেলকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-১৭ ৪:৪২:৫০ এএম
জরিমানা করা হয় দু’টি হোটেলকে। ছবি: বাংলানিউজ

জরিমানা করা হয় দু’টি হোটেলকে। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল নগরে অভিযান চালিয়ে দু’টি খাবার হোটেলকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নগরের গির্জা মহল্লা এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও মনীষা আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ওই এলাকার হোটেল ওয়াজেদিয়া এবং হোটেল নিউ ঘরোয়া নামের দু’টি খাবার হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বরিশাল সিটি করপোরেশেনের স্যানেটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক সাইফুল জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার উৎপাদন-প্রক্রিয়াজাতকরণ এবং রান্না করা-কাঁচা খাবার এক ফ্রিজে রাখার অপরাধে হোটেল দু’টিকে জরিমানা করা হয়।

বাংলা‌দেশ সময়:০৪৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এমএস/এইচএডি

ক্লিক করুন, আরো পড়ুন :   জরিমানা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-09-17 04:42:50