ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রুমা থেকে অপহৃত ৬ জনকে ছেড়ে দিলো সন্ত্রাসীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
রুমা থেকে অপহৃত ৬ জনকে ছেড়ে দিলো সন্ত্রাসীরা বান্দরবান জেলার মানচিত্র

বান্দরবান: বান্দরবানের রুমা থেকে অপহৃত ৬ জনকে ছেড়ে দিয়েছে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার পলিক পাড়ার কাছে একটি জঙ্গলে তাদের ছেড়ে দেওয়া হয়।

মুক্তি পাওয়া ওই ছয়জন হলেন- বাসিং অং মারমা (৩০), হ্লা মং মারমা (৪৯), মংগ্যাই মারমা (৫৮), চিং তোয়াই মারমা (৫৪, থোয়াই মারমা (৬২) এবং প্রু সিং মারমা (৪০)।

তারা সবাই সদর উপজেলার সামাখাল পাড়ার বাসিন্দা।

রুমা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈ মং মারমা বাংলানিউজকে জানান, গত শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে একদল সন্ত্রাসী সামাখাল পাড়ায় ঢুকে ওই এলাকার ৬ জনকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আশপাশের এলাকায় অভিযানে নামে। ফলে অপহৃতদের মুক্তি দিতে বাধ্য হয় সন্ত্রাসীরা।

জিজ্ঞসাবাদ শেষে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের নিজ নিজ বাড়িতে ফেরত পাঠিয়েছে বলে জানান চেয়ারম্যান।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাসেম বাংলানিউজকে জানান, ঘটনাস্থল দুর্গম। সেখানে মোবাইল নেটওয়ার্ক না থাকায় এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে অপহৃতরা মুক্ত হয়েছেন একটি সূত্র তা জানিয়েছে।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad