ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

রাজধানীতে ১২১৬ পিস ইয়াবাসহ ৩ মাদকবিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০৪, সেপ্টেম্বর ১৭, ২০১৯
রাজধানীতে ১২১৬ পিস ইয়াবাসহ ৩ মাদকবিক্রেতা আটক র‌্যাবের সঙ্গে আটক তিনজন। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর তেজগাঁও ও বংশাল থেকে এক হাজার ২১৬ পিস ইয়াবাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) সদস্যরা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক তিনজন হলো- নান্নু মিয়া (২৮),তালিম হোসেন (২৮) ও মো. আপন (২৬)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৫ সেপ্টেম্বর) রাত আট টায় র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালায়। অভিযানে এক হাজার ১১৫ পিস ইয়াবাসহ দুই জন মাদকবিক্রেতাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়।

অন্যদিকে, ১৬ সেপ্টেম্বর বিকাল ৫টায় র‌্যাব-১০ এর আর একটি দল বংশাল এলাকায় অভিযান চালায়। অভিযানে একশত এক পিস ইয়াবাসহ মো. আপন (২৬) নামে এক মাদকবিক্রেতাকে আটক করা হয়। এসময়  তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর, ২০১৯
এমএমআই/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।