ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
খুমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

খুলনা: খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খবিরুদ্দিন (৫০)  নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়। খুমেক হাসপাতালের আ‌বা‌সিক ফি‌জি‌সিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস ডেঙ্গু রোগীর মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় খুমেক হাসপাতালে ভর্তি হন খবিরুদ্দিন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি যশোর জেলার অভয়নগর উপজেলায়। এ নিয়ে খুলনায় ডেঙ্গুতে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

খুলনার সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, খুলনায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১ হাজার ২০৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৯৯ জন, এর মধ্যে নতুন রোগী ৩৭ জন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, খুলনা বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৫৬০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৬২৩ জন, এর মধ্যে নতুন রোগী ১৮৮ জন। ১০ জেলায় ডেঙ্গু রোগ শনাক্তের পরীক্ষার জন্য ১৩ হাজার ৮৩৫টি কিটস রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।