ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বগুড়ায় পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪

ডিস্ট্রিক্ট ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
বগুড়ায় পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪

বগুড়া: বগুড়ায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকরা হলেন-জেলার কাহালু উপজেলার সাদেক আলীর ছেলে মো. আজিজুল হক (৪৩), শিবগঞ্জ উপজেলার মো. ধলু মন্ডলের ছেলে মো. শামীম মন্ড (২৮), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মৃত আজিজ উদ্দিনের ছেলে মো. আশরাফ ইসলাম (৩৬), একই এলাকার মো. জাহিদুল ইসলামের ছেলে আ. হাকিম (২৭)।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ডিবি পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে ব গোপন সংবাদের মাধ্যমে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ এক কেজি গাজা ও দুই’শ পিচ ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করে।
 
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বাংলানিউজকে জানান, মাদকবিরোধী নিয়মিয় অভিযানের অংশ হিসেবে সোমবার জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে চার মাদকবিক্রেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
কেইউএ/ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।