bangla news

সিরাজদিখানে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-১৬ ৫:২৬:৩০ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের সিরাজদিখানে সুমন মিয়া (৩৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলায় চরমর্দন গ্রামে একটি ভাড়াবাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

সুমন নারায়ণগঞ্জ বন্দর থানার বক্তারকান্দি গ্রামের মৃত সামছু মিয়ার ছেলে। তিনি বক্তাবলী ভ্রাম্যমাণ মেলার দোকানের কাজ করার সুবাদে চরমর্দন গ্রামে বাসা ভাড়া নিয়ে থাকতেন। এছাড়াও সিরাজদিখানের তার শ্বশুরবাড়ি বলে জানা গেছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সুমনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বিকেলে ময়না-তদন্তের জন্য মরদেহটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-09-16 17:26:30