ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

নড়িয়ায় যুবকের লাঠির আঘাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৭, সেপ্টেম্বর ১৬, ২০১৯
নড়িয়ায় যুবকের লাঠির আঘাতে কৃষকের মৃত্যু

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক যুবকের লাঠির আঘাতে বেলায়েত ঢালী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সুরেশ্বর দরবার শরীফ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।  

বেলায়েত ঢালী সুরেশ্বর ইছাপাশা গ্রামের মৃত আমির হোসেন ঢালীর ছেলে।

 

বেলায়েত ঢালীর ভাই দেলোয়ার ঢালী বাংলানিউজকে জানান, সুরেশ্বর বাজার থেকে বাড়ি ফেরার পথে সুরেশ্বর গ্রামের আলাউদ্দিন মালতের ছেলে আমিনুর মালত (২৮) পেছন থেকে লাঠি দিয়ে বেলায়েত ঢালীর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই বেলায়েত ঢালী মারা যান।

তিনি আরও জানান, ওই যুবকের সঙ্গে বেলায়েত ঢালীর কোনো শত্রুতা নেই। কী কারণে ওই যুবক পেছন থেকে বেলায়েত ঢালীর মাথায় আঘাত করেছে তাও কেউ বলতে পারছেন না। তবে স্থানীয়রা জানান, ওই যুবকের মানসিক সমস্যা আছে।  

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক আকন্দ বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ওই যুবককে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।