ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

খুলনায় ডেঙ্গুতে ৮ মাসের শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
খুলনায় ডেঙ্গুতে ৮ মাসের শিশুর মৃত্যু

খুলনা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রাফিত নামে আট মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে খুলনায় ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হলো। রাফিত যশোরের মনিরামপুর উপজেলার কামরুজ্জামানের ছেলে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) খুমেক হাসপাতালের ডা. পার্থ প্রতিম দেবনাথ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বাড়িতেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাফিত রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় খুমেক হাসপাতালে ভর্তি হয়। পরে তার শারীরিক অবস্থা অবনতি হলে রাত ৯টায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে নেওয়া হয়। সেখানেই গভীর রাতে তার মৃত্যু হয়। এ নিয়ে খুলনায় ডেঙ্গুরোগে ১২ জনের মৃত্যু হলো।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।