ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ময়লার স্তূপে নবজাতকের মরদেহ, হঠাৎ উধাও!

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
ময়লার স্তূপে নবজাতকের মরদেহ, হঠাৎ উধাও! ময়লার স্তূপে নবজাতকের মরদেহ। ছবি: বাংলানিউজ

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ময়লার স্তূপে নবজাতকের অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়। তবে, উদ্ধারের আগেই সেটি ওই জায়গা থেকে উধাও হয়ে গেছে বলে জানা গেছে।

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন।

তিনি বলেন, দুপুর ২টার দিকে একটি নবজাতকের মরদেহ আশুলিয়ার পলাশবাড়ী কামাল গেট এলাকায় ময়লার স্তূপে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

তবে, মরদেহটি উদ্ধার করে দাফন করা হয়েছে কি না বা সেটি এখন কোথায়, তা কেউ বলতে পারছেন না। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছি।  

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।