ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিনা টিকিটে ভ্রমণ, আগস্টে সাড়ে ১৪ হাজার যাত্রীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
বিনা টিকিটে ভ্রমণ, আগস্টে সাড়ে ১৪ হাজার যাত্রীর জরিমানা

লালমনিরহাট: বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে এক মাসে (১-৩১ আগস্ট) ১৪ হাজার ৫৩৩ জন যাত্রীকে জরিমানা করেছে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ। 

রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য জানান লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিএস-ভারপ্রাপ্ত) সাজ্জাত হোসেন।

তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় রুটে বিভিন্ন ট্রেনে গত আগস্ট মাসে পরিচালিত বিশেষ টিকিট চেকিং অভিযানে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ১৪ হাজার ৫৩৩ জন যাত্রীর কাছ থেকে ৩৯ লাখ ৬২ হাজার ২শ’ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।

এর মধ্যে জরিমানা হিসেবে আদায় হয় সাত লাখ ১১ হাজার ৯০৫ টাকা এবং ভাড়া বাবদ আদায় হয় ৩১ লাখ ৪০ হাজার ২৯০ টাকা।  

মাসব্যাপী এ অভিযানে রেলওয়ের বিভিন্ন পর্যয়ের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় ২০ জন টিটিই (টিকিট পরীক্ষক) দায়িত্ব পালন করেন।  

এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান রেলওয়ের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।