ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চরফ্যাশনে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
চরফ্যাশনে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা। ছবি: বাংলানিউজ

ভোলা: নির্মাণ শিল্পে নির্মাণ শিল্পীদের দক্ষতা ও সচেতনতাকে এগিয়ে নিতে ভোলার চরফ্যাশনে অনুষ্ঠিত হলো ‘শৈল্পিক নির্মাণ রাজমিস্ত্রির অবদান’ শীর্ষক কর্মশালা। 

রোববার (১৫ সেপ্টম্বর) রাতে চরফ্যাশন পৌরসভা অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  

দেশের শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা (সিমেন্ট) এ কর্মশালার আয়োজন করে।

এতে উপজেলার ৬০ জন রাজমিস্ত্রি অংশগ্রহণ করে।  

অনুষ্ঠানে অংশগ্রহণকারী রাজমিস্ত্রিরা বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করে তাদের বাস্তব কাজের অভিজ্ঞতা ও তাদের নির্ভরতার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থাপনা নির্মাণ কৌশল এবং নির্মাণ সংক্রান্ত বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন চরফ্যাশন পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামিম হাসান।  
বসুন্ধরা সিমেন্টের পক্ষে বাড়ি নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আবুল হাসান।  

অনুষ্ঠানে বক্তারা বলেন- ধারাবাহিক গুণগতমানের জন্য বর্তমানে দেশের সবচেয়ে আইকনিক প্রকল্প পদ্মাসেতু প্রকল্প, পদ্মাসেতু নদীশাসন প্রকল্প, পদ্মাসেতুর অ্যাপ্রোচ রোড, মেট্রোরেল প্রকল্প, ফাস্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, পদ্মাসেতুর রেল সংযোগ প্রকল্প, পায়রা সেতু প্রকল্প, কালনা সেতু প্রকল্প, সাসেক রোড প্রকল্প, ভুলতা ফ্লাইওভার প্রকল্প, কালশী ফ্লাইওভার প্রকল্প, রূপসা রেলসেতু প্রকল্প ও রামপাল বিদ্যুৎ প্রকল্পের মত বড় বড় স্থাপনাগুলোতে ব্যবহার হচ্ছে বসুন্ধরা সিমেন্ট।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ব্রাদার্স এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. রিয়াজ উদ্দিন, গ্রীন এন্টারপ্রাইজ প্রোপ্রাইটর মো. জামাল উদ্দিন সবুজ প্রমুখ।

অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের পক্ষে আরও উপস্থিত ছিলেন-বরিশাল ডিভিশন ম্যানেজার সঞ্চয় কুমার সরকার, বরিশাল এরিয়ার এএসএম মো. জিয়াউর রহমান, টেকনিক্যাল সার্পোট ইঞ্জিনিয়ার আবুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।