ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
গোপালগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

গোপালগঞ্জ: মূল্য তালিকা না থাকায় গোপালগঞ্জ শহরের পাচুরিয়া বাজারে অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে অভিযানটি পরিচালনা করেন অধিদপ্তর গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান।

বাংলানিউজকে তিনি জানান, অভিযানে মূল্য তালিকা না টাঙানোর দায়ে মেসার্স মইনুল স্টোর, মেসার্স বদরুল স্টোর ও জব্বারের ডিমের দোকানকে পাঁচ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় জেলা বাজার কর্মকর্তা আরিফ হোসেন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোজাহারুল হক বাবলু উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।