ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘দেশে খেলাধুলার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
‘দেশে খেলাধুলার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে’

ঝালকাঠি: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, সম্মিলিত প্রচেষ্টায় দেশে খেলাধুলার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। এর জন্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় মনোনিবেশ করার চেষ্টা করতে হবে।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার চায়না মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব ও পৃষ্ঠপোষকতার ফলে খেলাধুলায়ও দেশ এগিয়ে যাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।  

ফাইনাল খেলায় মগড় ইউনিয়ন দল ৩-২ গোলে রানাপাশা ইউনিয়ন দলকে পরাজিত করে। পরে প্রধান অতিথি আমির হোসেন আমু বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।  

গত ৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১১টি দল অংশ নেয়।

অন্যদিকে এদিন সকাল ১১টায় নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের দুই কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে চারতলা অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন আমির হোসেন আমু।  

এছাড়া নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়িত ‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’ কর্মসূচির আওতায় নলছিটি পৌরসভার ভাতাপ্রাপ্ত উপকার ভোগীদের মাঝে হেলথ ক্যাম্প ও উপকরণ বিতরণ অনুষ্ঠানেও যোগ দেন তিনি।

বাংলা‌দেশ সময়: ২০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ