ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পঞ্চগড়ে আটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
পঞ্চগড়ে আটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু 

পঞ্চগড়: পঞ্চগড়ে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের নাঙ্গল গ্রামে অটোরিকশার ধাক্কায় মাহিদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ওই গ্রামে রাস্তা পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিদ ধাক্কামারা ইউনিয়নের রিপনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাহিদের মা ওই এলাকার ব্র্যাক স্কুলে চাকরি করেন। রোববার সকালে সে মায়ের সঙ্গে ওই স্কুলে গিয়েছিল। মা যখন স্কুলের বাচ্চাদের ক্লাস নিচ্ছিলেন সেই ফাঁকে মাহিদ খেলতে খেলতে পাকা রাস্তায় চলে যায়। এসময় বিপরীত দিক থেকে আশা ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়।

এলাকাবাসী তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মাহিদকে মৃত ঘোষণা করেন।  

পঞ্চগড় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।