ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রুমায় ৬ জনকে অপহরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
রুমায় ৬ জনকে অপহরণ

বান্দরবান: বান্দরবানের রুমায় ছয়জনকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। 

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দুর্গম শামাখালপাড়া এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতদের মধ্যে ওই এলাকার বাসিন্দা মংরি অং মারমার (৩২) নাম জানা গেছে।

স্থানীয়রা জানান, শামাখালপাড়ায় ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল দুপুরে সদর ইউপি চেয়ারম্যান শৈ মং মারমার খোঁজ নেন। এসময় তাকে না পেয়ে স্থানীয় বাসিন্দা মং রি অং মারমাসহ ছয়জনকে অপহরণ করে নিয়ে যায়।

তাদের ধারণা, মগ লিবারেশন পার্টির সদস্যরা এ অপহণের সঙ্গে জড়িত।  

রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈ মং মারমা বাংলানিউজকে জানান, সন্ত্রাসীরা দুপুরের দিকে ছয়জনকে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে নিরাপত্তাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে নামে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, সদর ইউপি মেম্বারের কাছে অপহরণের খবর জেনেছি। বিষয়টি খতিয়ে দেখে বিস্তারিত জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।