ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
ঝিনাইদহে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝিনাইদহ: ঝিনাইদহে মাদক মামলায় আব্দুল জব্বার মণ্ডল (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়। 

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক এমজি আযম এ রায় দেন। আব্দুল জব্বার ওই উপজেলার বারফা গ্রামের ফজর আলী ছেলে।

 

আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ১ সেপ্টেম্বর কালীগঞ্জের বারোবাজার থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ আব্দুল জব্বার ও আব্দুল জলিল নামে ২ জনকে আটক করে পুলিশ। পরে মাদক নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা করে পুলিশ। সাক্ষ্য গ্রহণ শেষে রোববার আব্দুল জব্বার এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।