ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেয়েকে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
মেয়েকে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

দিনাজপুর: দিনাজপুরে পরকীয়া প্রেমে জড়িয়ে নিজের ১১ বছর বয়সী প্রতিবন্ধী মেয়ে নূর জাহান হত্যার দায়ে বাবা নুর ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় দিনাজপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আনোয়ারুল হক এ রায় দেন।

অন্যদিকে, দোষ প্রমাণিত না হওয়ায় কথিত প্রেমিকা আরেফা বানু কৈতরি এবং নূর ইসলামের ছেলে জুয়েল বাবুকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালে দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় গ্রামের বাসিন্দা নূর ইসলাম পরকীয়া প্রেমে জড়িয়ে নিজের প্রতিবন্ধী মেয়ে নূর জাহানকে গলায় গড়না পেঁচিয়ে হত্যা করেন। নাতনিকে হত্যার ঘটনায় জামাই নূর ইসলাম, নাতি জুয়েল বাবু এবং জামাইয়ের কথিত প্রেমিকা আরেফা বানু কৈতরির বিরুদ্ধে মামলা করেন শ্বশুর সমসের আলী। আদালত ১৫ জনের সাক্ষ্য শেষে দোষি প্রমাণিত হওয়ায় নূর ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মামলাটি সরকার পক্ষে পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউট (এপিপি) আতাউর রহমান আতা এবং আসামি পক্ষে ছিলেন শাহিনুর ইসলামসহ অন্যান্য আইনজীবী।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad