ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে ধর্ষণ মামলায় অভিযুক্ত যুবকের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
বরিশালে ধর্ষণ মামলায় অভিযুক্ত যুবকের যাবজ্জীবন

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযুক্ত বেল্লাল হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৫ সেপ্টেম্বর) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড-ও দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত বেল্লাল হোসেন মেহেন্দিগঞ্জ উপজেলার চরলতা গ্রামের বাসিন্দা হারুন হাওলাদারের ছেলে ও পেশায় একজন মুদি ব্যবসায়ী।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই মেয়েটি স্কুলে যাওয়ার পথে প্রায়ই তাকে উত্ত্যক্ত করতো দণ্ডপ্রাপ্ত বেল্লাল হোসেন। এরমধ্যে ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর মেয়েটির পরিবারের সবার অজান্তে তাকে ধর্ষণ করে বেল্লাল হোসেন।

এসময় মেয়েটির মা বিষয়টি দেখে ফেললে দুই দিনের মধ্যে ভিকটিমকে বিয়ে করার আশ্বাস দিয়ে পালিয়ে যায় বেল্লাল।  

পরে বিয়ের জন্য বেল্লাল ও তার পরিবারের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয়ে ২০১৩ সালেরই ১৫ সেপ্টেম্বর আদালতে একটি মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে সংশ্লিষ্ট থানার এসআই অসীম কুমার সিকদার ২০১৩ সালের ১১ অক্টোবর আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

সবশেষ সাত জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রোববার এ রায় ঘোষণা করেন।

বাংলা‌দেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।