ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে উড়ে গেল র‌্যাব সদস্যের কব্জি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে উড়ে গেল র‌্যাব সদস্যের কব্জি

যশোর: যশোরের অভয়নগর থানা কম্পাউন্ডে উদ্ধারকৃত হাতবোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে শহিদুল ইসলাম নামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এক সদস্যের ডান হাতের কব্জি উড়ে গেছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। শহিদুল র‌্যাব-৬ (খুলনা) ক্যাম্পে করপোরাল পদে কর্মরত।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবীর বাংলানিউজকে বলেন, গত ফেব্রুয়ারি মাসে অভয়নগর থেকে দু’টি হাতবোমা উদ্ধার করা হয়। সেসময় ওই ঘটনায় মামলাও হয়। দুপুরে র‌্যাব-৬ (খুলনা) ক্যাম্পের সদস্যরা ওই হাতবোমা নিষ্ক্রিয় করছিলেন। এ সময় একটি বোমার বিস্ফোরণে করপোরাল শহিদুলের ডান হাতের কব্জি উড়ে যায়।  

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
ইউজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।