ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দামুড়হুদায় হুন্ডির সাড়ে ৩০ লাখ টাকাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
দামুড়হুদায় হুন্ডির সাড়ে ৩০ লাখ টাকাসহ আটক ১ আটক ব্যক্তি, উদ্ধার করা টাকা ও মোটরসাইকেল। ছবি: বাংলানিউজ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত এলাকা থেকে হুন্ডির সাড়ে ৩০ লাখ টাকাসহ আব্দুর রাজ্জাক বিশ্বাস (৩৪) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে সীমান্ত এলাকার কুতুবপুর পূর্বপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আব্দুর রাজ্জাক বিশ্বাস কুতুবপুর গ্রামের মৃত জামাত আলীর ছেলে।

রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে কুতুবপুর এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এসময় ওই এলাকা থেকে আব্দুর রাজ্জাককে আটক করা হয়। আটকের পর তার কাছ থেকে নগদ সাড়ে ৩০ লাখ টাকা জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক সাজ্জাদ সরোয়ার জানান, আটক আব্দুর রাজ্জাকের কাছ থেকে বাংলাদেশি ৩০ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে। এসময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।  

আটক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়েরের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad