ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলায় গৃহবধূ মিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
ভোলায় গৃহবধূ মিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন মানববন্ধন। ছবি: বাংলানিউজ

ভোলা: ভোলার দৌলতখান উপজেলায় যৌতুকের দাবিতে গৃহবধূ নুসরাত জাহান মিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ভোলা প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে অংশগ্রহণকারীরা মিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় স্বজনরা অভিযোগ করেন, হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রভাবিত করতে আসামিপক্ষের লোকজন চক্রান্ত করছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

গত শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরগুমানী গ্রামের দুদু মিয়া হাওলাদার বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

মানববন্ধনে বক্তব্য রাখেন-মিমের মা ফরিদা বেগম, ভাই শহিদুল ইসলাম, আকবর হোসেন রাসেল, ইমরান হোসেন, রাকিব পণ্ডিত।

মানববন্ধন শেষে মিম হত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে ভোলা জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিকের কাছে  স্মারকলিপি দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।