ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মিরপুরে ট্রাকচাপায় শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
মিরপুরে ট্রাকচাপায় শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর মিরপুর-৬ নম্বর সেকশন এলাকায় ট্রাকচাপায় আহসান গাজী (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতাবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টা ১৫ মিনিটে মৃত ঘোষণা করেন।

নিহত আহসান গাজী দু’সন্তানের জনক। তার গ্রামের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার দেবদোয়ার গ্রামে ও থাকতেন তেজগাঁও বেগুনবাড়ি বস্তিতে।

নিহতের সহকর্মী মেহেদী হাসান নান্টু বাংলানিউজকে জানান, তারা মাটি খুঁড়ার কাজ করেন। সকালে তারা মিরপুর-৬ নম্বর সেকশন এলাকায় একটি নির্মাণাধীন ভবনে পাশে মাটি খুঁড়ার কাজ করছিলেন। এসময় তাদের কাজের একটি ট্রাকের নিচে চাপা পড়েন আহসান গাজী। এতে তিনি গুরুতর আহত হয়। পরে গুরুতর আহতাবস্থায় আহসানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।