ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাজনীনের ঘাতক স্বামী রবিউলের ফাঁসির দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
নাজনীনের ঘাতক স্বামী রবিউলের ফাঁসির দাবিতে মানববন্ধন

মেহেরপুর: মেহেরপুর জেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি আব্দুল হালিমের মেয়ে শোভা নাজনীনকে হত্যাকারী ঘাতক স্বামী রবিউল ইসলাম ওরফে সোহেলের ফাঁসির দাবিতে গাংনীতে মানববন্ধন হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করেন এলাকাবাসী।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন, জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন- গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেন, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক শফি কামাল পলাশ।

মানববন্ধনে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

দুই মাস আগে মাগুরা সরকারি পলিটেকনিকের কম্পিউটার সাইন্সের ছাত্রী নাজনীনের সঙ্গে মাগুরা সদর উপজেলার সেহড়াডাঙ্গা গ্রামের সোহরাব হোসেনের ছেলে রবিউলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মোটরসাইকেল যৌতুকের দাবিতে তার ওপর নির্যার্তন শুরু করেন ঘাতক। গত ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) দিনগত রাতে গাজিপুরের একটি ভাড়া বাসায় নাজনীনকে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন শেষে মুখে গামছা পুরে শ্বাসরোধ করে হত্যা করেন রবিউল। পরে পালানোর সময় ঘাতক স্বামী রবিউলকে গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।