ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লালমনিরহাটে বজ্রপাতে ৫ শ্রমিক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
লালমনিরহাটে বজ্রপাতে ৫ শ্রমিক আহত বজ্রপাতে আহত এক শ্রমিক।

লালমনিরহাট: লালমনিরহাটে বজ্রপাতে পাঁচ শ্রমিক আহত হয়েছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বিমানবন্দর এলাকার মিলিটারি ফার্মে এ ঘটনা ঘটে। আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আহত পাঁচ শ্রমিকরা হলেন-লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের খামারপাড়া গ্রামের মফিজুল ইসলাম (৪০), একই গ্রামের শফিকুল ইসলাম শফিক (৪৫), দিলদার আলী (৫০), আছির উদ্দিনের ছেলে আমিনুর রহমান (৩৮) ও লালমনিরহাট পৌরসভার কলেজপাড়া এলাকার নুরনবী (৪২)।

আহত সবাই লালমনিরহাটের বিমানবন্দর এলাকার সেনাবাহিনী পরিচালিত মিলিটারি ফার্মের শ্রমিক।

মিলিটারি ফার্মের কৃষি সুপারভাইজার মঞ্জুর আলী বাংলানিউজকে জানান, পাঁচ শ্রমিক ফার্মে কাজ করছিলেন। হঠাৎ আকাশ মেঘলা হলে তারা সবাই পাশের একটি বেড়াহীন টিনশেড ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে তারা ৫ জনই আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশঙ্কামুক্ত হলেও পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ফার্ম কর্তৃপক্ষ আহত শ্রমিকদের চিকিৎসা চালাবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।