ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শেখ হাসিনাকে নিয়ে ‘ডিপ্লোম্যাট’র কভার স্টোরি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
শেখ হাসিনাকে নিয়ে ‘ডিপ্লোম্যাট’র কভার স্টোরি

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘শেখ হাসিনা: দ্য মাদার অব হিউম্যানিটি’ শিরোনামে কাভার স্টোরি প্রকাশ করেছে ইউরোপের কূটনীতি বিষয়ক ম্যাগাজিন ‘ডিপ্লোম্যাট’। 

নেদারল্যান্ডসের এই ম্যাগাজিনে গত ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দ্য হেগের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ম্যাগাজিনটির চলতি সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা।                     <div class=

" src="https://www.banglanews24.com/media/imgAll/2019May/bg/70494971_2198643770258266_420190915142722.jpg" style="margin:5px; width:100%" />অনুষ্ঠানে দি হেগে নিযুক্ত চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ইরান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, প্যালেস্টাইন, ইয়েমেন, মরক্কো, তিউনিসিয়া, অ্যাঙ্গোলা, সুইডেন, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, ইউক্রেন, বসনিয়া-হার্জেগোভিনা, ভ্যাটিকান, কসোভো, ব্রাজিল, কিউবা, পেরু, চিলি, ভেনেজুয়েলা ও ইকুয়েডরের রাষ্ট্রদূত এবং কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিদের নিয়ে ‘ডিপ্লোম্যাট’র প্রকাশক মেইলিন ডি লারা ও দি হেগে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহাম্মদ বেলাল এই ম্যাগাজিনের চলতি সংখ্যার মোড়ক উন্মোচন করেন।  

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
এমইউএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ