ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিজের পোষা সাপের কামড়ে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
নিজের পোষা সাপের কামড়ে একজনের মৃত্যু লতিফ ফকির। ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: পটুয়াখালীর পশ্চিম কালিকাপুর এলাকায় নিজের পোষা সাপের কামড়ে লতিফ ফকির (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

নিহত লতিফের পরিবার জানায়, রাতে নিজের পোষা সাপকে খাবার দেওয়ার সময় সাপের কামড়ে অচেতন হয়ে পড়ে লতিফ।

পরে দ্রুত তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, লতিফের পরিবার আরও জানায়, এখনো চলছে ওঝাদের মাধ্যমে লতিফকে বাঁচানোর প্রচেষ্টা। তাদের এ প্রচেষ্টা চলবে বিকেল ৫টা পর্যন্ত।  

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, লতিফ প্রায় ২৫ থেকে ৩০ বছর যাবত বাসায় সাপ পোষতেন। এখনো তার বাসায় ছোট-বড় সাপ রয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনার খোঁজ নেওয়া হচ্ছে, পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।