bangla news

গজারিয়ায় বাসচাপায় বৃদ্ধের মৃত্যু, চালক আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-১৫ ১১:৫৩:৫৫ এএম
মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বাসচাপায় তাজুল ইসলাম (৭৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসচালক কামালকে (৩০) আটক করেছে হাইওয়ে পুলিশ। 

রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাজুল গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামের মৃত হোসেন আলির ছেলে। 

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল হক বাংলানিউজকে জানান, ঢাকামুখী মতলব এক্সপ্রেসের যাত্রীবাহী বাসচাপায় পথচারী তাজুলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় বাস জব্দ করাসহ চালক কামালকে আটক করা হয়েছে। বাসের কাগজপত্র ঠিক আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। 

মরদেহ বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানান এসআই রাশেদুল। 

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
আরআইএস/ 

ক্লিক করুন, আরো পড়ুন :   মুন্সিগঞ্জ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-09-15 11:53:55