ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়া নিশ্চিত করতে প্রকল্প নেবে সরকার: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১০
সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়া নিশ্চিত করতে প্রকল্প নেবে সরকার: প্রধানমন্ত্রী

ঢাকা: সুবিধাবঞ্চিত ও দুঃস্থ শিশুরা যাতে শিক্ষার সুযোগ পায়, স্বাস্থ্যসেবা পায় সেজন্য সরকারের পক্ষ থেকে প্রকল্প হাতে নেওয়া হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন।

এ লক্ষ্যে গঠিত একটি কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে বলেও জানান তিনি।



শনিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতিজাদুঘর আয়োজিত চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এ সরকার প্রতিবন্ধী, বিকলাঙ্গ, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করছে। তাদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য প্রকল্প হাতে নেওয়া হবে। জেলা ও উপজেলা পর্যায়ের শিশুদেরও এ প্রকল্পের আওতায় আনা হবে। ’

তিনি বলেন, দরিদ্র ছেলেমেয়েদের বৃত্তিসহ স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়ার বিষয়টি নিশ্চিত করতে একটি ট্রাস্ট গঠন করা হবে।

প্রধানমন্ত্রী শিশুদের প্রতি অত্যাচার না করা এবং তাদের দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ না করানোর আহ্বান জানান । তিনি এব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলেন।

’৭৫-এর ১৫ আগস্টের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সেদিন শুধু আমার মা-বাবাকেই হত্যা করা হয়নি, বাড়িতে ব্যাপক লুটপাট চালানো হয়েছে। এ ঘটনার ১৫ দিন আগে আমি ও রেহানা বিদেশে গিয়েছিলাম। সেখান থেকে জানতে পেরেছি আমার মা-বাবা-ভাই-চাচাসহ পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘দেশে ফেরার পর জিয়া সরকার আমাদের ৩২ নম্বরের বাড়িটিতে ঢোকার অনুমতি দেয়নি। পরে যখন অনুমতি পাই, তখন দেখলাম বাড়ির সবকিছুই তছনছ করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ৪ সেপ্টেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।