ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গার নবগঙ্গা নদীর পুনঃখনন কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
চুয়াডাঙ্গার নবগঙ্গা নদীর পুনঃখনন কাজের উদ্বোধন নবগঙ্গা নদীর পুনঃখনন কাজের উদ্বোধন। ছবি: বাংলানিউজ

চুয়াডাঙ্গা: প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে চুয়াডাঙ্গার নবগঙ্গা নদীর পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার ঘোড়ামারা ব্রিজের সামনে এ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন।  
  
পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুনঃখনন প্রকল্পের (১ম পর্যায়) আওতায় চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার ৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নবগঙ্গা নদী পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।

এ নদীর ১৪ কিলোমিটার এলাকায় খনন করা হবে। এতে নাব্যতা সংকট দূর করে নদীর গভীরতা আরও ৮ ফুট বাড়ানো হবে। এ কাজ শেষ করতে সময় লাগবে ১৪ মাস।

এ সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার ফরহাদ আহমেদসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।