ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘ভালো মানুষদের কমিউনিটি পুলিশিংয়ে সম্পৃক্ত করা হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
‘ভালো মানুষদের কমিউনিটি পুলিশিংয়ে সম্পৃক্ত করা হবে’ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঞা। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: মাদক নির্মূলসহ সমাজে অপরাধ কমাতে বরিশালেও কমিউনিটি পুলিশিংয়ের ওপর জোর দেওয়া হচ্ছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকায় প্রতিটি ক্ষেত্রে কমিউনিটি পুলিশ ফোরামের সদস্যদের সংযুক্ত করছে পুলিশ। এর কার্যক্রমকে আরও জোরদার করতে কমিটি পুনরায় গঠন করাসহ বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছেন মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সভাকক্ষে মাদক উদ্ধার সংক্রান্ত এক সংবাদ সম্মেলন শেষে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঞা এসব তথ্য জানান।

তিনি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান নিজেই নজরদারি রাখছেন।

আমরা চাইছি কমিউনিটি পুলিশের সদস্য এমন লোক হোক, যার বিরুদ্ধে কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ নেই। মাদকের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। যিনি কোনো রাজনৈতিক দলের পদে নেই অথবা জনপ্রতিনিধিও নন। এককথায় এলাকার ভালো মানুষকেই চাইছি কমিউনিটি পুলিশিং কার্যক্রমে সম্পৃক্ত করতে।

‘আমরা এ বিষয়টি অনেকটাই ঢেলে সাজানোর মতো কাজ করছি। যাদের নাম আসছে, তাদের বিষয়ে আবার খোঁজ-খবর নিচ্ছি। বরিশাল মেট্রোপলিটন এলাকার প্রতিটি ওয়ার্ড ভিত্তিক আমরা কাজ করছি। আশা করি ৩ মাসের মধ্যে সুন্দরভাবে পুনরায় কমিটি হয়ে যাবে। ’

সংবাদ সম্মেলনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলম চিসিম, উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর হোসেন মল্লিক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আকরাম হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা‌দেশ সময়: ১৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
এমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।