ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে গুলিবিদ্ধ অবস্থায় পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে গুলিবিদ্ধ অবস্থায় পলাতক আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে ১৭ মামলার পলাতক আসামি টুটুলকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি পিস্তল, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার মহারাজপুর মেলা মোড়ের একটি পরিত্যক্ত ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গুলিবিদ্ধ আসামি টুটুল সদর উপজেলার রামচন্দ্রপুর ঘুনটোলা গ্রামের ফজলু মোন্নার ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ইদ্রিস আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহারাজপুর মেলা মোড়ের একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে টুটুল ও তার সহকর্মীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করলে টুটুল গুলিবিদ্ধ হন। বাকিরা পালিয়ে যায়। তখন ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগজিন, ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়। পরে আহতাবস্থায় টুটুলকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।  

এদিকে, এ ঘটনায় সদর থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম ও কনস্টেবল মোহন আলী আহত হয়েছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।