ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে গাড়ি উল্টে পুলিশ সদস্য নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
ফেনীতে গাড়ি উল্টে পুলিশ সদস্য নিহত

ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর পুলিশ সুপারের (এসপি) গাড়ি উল্টে মো. আজহারুল ইসলাম (৩০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানসহ তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন- পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদমর্যাদা) মো. মনিরুজ্জামান, গাড়ি চালক মং সাঁই চাকমা। আহতদের মধ্যে গাড়ি চালক মং সাঁই চাকমার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।



শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে সদর উপজেলার বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন শেষে শহরে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন শেষে শহরে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বোগদাদিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সুপারের গাড়িটি সড়কে উল্টে যায়। এতে পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদমর্যাদা) মো. মনিরুজ্জামান, গাড়ি চালক মং সাঁই চাকমা ও পুলিশ সুপারের দেহরক্ষী আজহারুল ইসলাম আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দেহরক্ষী আজহারুল ইসলামের মৃত্যু হয়।

অন্যদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজজামান, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমানসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ হাসপাতালে ভিড় করছেন।

ফেনী শহর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক সুদীপ রায় জানায়, ফেনী সদর উপজেলার বোগদাদীয় পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন শেষে ফেনী ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এসময় পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার, দেহরক্ষী ও গাড়ি চালক গুরুতর আহত হয়।  

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।