ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উত্তরায় অজ্ঞান পার্টির পাঁচ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১০

ঢাকা: রাজধানীর উত্তরা থানার আবদুল্লাহপুর থেকে শুক্রবার গভীর রাতে অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- শামসুল হক (৪০), আনসার উদ্দিন (৪০), ডালিম (৩২), বেলায়েত হোসেন (২৮) ও জাহাঙ্গীর (৩০)।



পুলিশ জানায়, শুক্রবার রাত আনুমানিক আড়াইটার দিকে অজ্ঞান পার্টির ওই পাঁচ সদস্য যাত্রীবেশে টঙ্গীগামী বলাকা পরিবহনে (ঢাকা মেট্রো জ-১১-২৯৪৩) উঠে। এক পর্যায়ে কুশল বিনিময়ের ছলে যাত্রীদের  চোখেমুখে মলম লাগিয়ে দেয় তারা। এরপর তিনটি মোবাইল সেট ও নগদ সাত হাজার টাকা ছিনিয়ে নিয়ে খিলক্ষেত এলাকায় যাত্রীদের বাস থেকে নামিয়ে দেয়।

সর্বস্ব খোয়ানো যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আব্দুল্লাহপুর চেক পোস্টে অজ্ঞান পার্টির পাঁচ সদস্যসহ বাসটিকে আটক করে পুলিশ।

বাসযাত্রী খলিল বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, অজ্ঞান পার্টির সদস্যরা আগে থেকেই যাত্রীবেশে বাসে বসে ছিল।

উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ‘অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১0

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।